লামায় দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

———

মোহাম্মদ শাহনেওয়াজ

বান্দরবানের লামা উপজেলায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কালবেলা লামা উপজেলা প্রতিনিধি বিপ্লব দাশের সভাপতিত্বে ও সাংবাদিক বেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ, লামা সাংবাদিক ফোরামের সেক্রেটারী মোহাম্মদ আবুল হাশেম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ কামালুদ্দীন, মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, পূর্বকোণ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, আজকের পত্রিকা প্রতিনিধি এস কে, খগেশপ্রতি, নববাণী পত্রিকা প্রতিনিধি সুজন চৌধুরীসহ লামা উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার যুগান্তর প্রতিনিধি জয়দেব, কালবেলা প্রতিনিধি সুজন চৌধুরী, কালের কণ্ঠ প্রতিনিধি সুশান্ত কান্তি তংচঙ্গ্যা প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক কালবেলা স্বল্প সময়ে পাঠকপ্রিয় একটি জাতীয় পত্রিকায় পরিণত হয়েছে। নিরপেক্ষ সংবাদ প্রকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ পত্রিকা জনমানুষের আস্থা অর্জন করেছে।”
তিনি আরও বলেন, “গ্রামীণ সাংবাদিকরা মাঠপর্যায়ে যে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন, তা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠান শেষে জাতির অগ্রগতি, পত্রিকার সাফল্য ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করা হয়।