——-
মোহাম্মদ শাহনেওয়াজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) জিওবি খাতের এক কমিউনিটি সভা (১৩ অক্টোবর) সোমবার সকালে লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান। সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুজ্জামান বলেন, “জন্ম ও মৃত্যুর সঠিক সময়ে নিবন্ধন এবং নাগরিক সেবার বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “বর্তমানে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। সবাইকে এ টিকার আওতায় আসতে হবে—এতে ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়।”
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক সরকার প্রদত্ত বিভিন্ন সেবা ও সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন। তিনি সর্বজনীন পেনশন স্কিম, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য শিক্ষা, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ নানা বিষয় তুলে ধরেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তারা সরকারি সেবা, সুযোগ-সুবিধা ও নাগরিক অধিকার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারছেন।
