লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের লামামুখ বাজারে সাবেক কাউন্সিলর মমতাজ উদ্দিনের জায়গা বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে লামামুখ এলাকায মারামারির ঘটনায় ২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন মোহাম্মদ হানিফ (পিতা: মৃত আব্দুল গফুর) মো: মালুমিয়া (পিতা: মৃত কালামিয়া)। দুজনেই বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর মমতাজ উদ্দিন তার একটি জায়গা ১২ লক্ষ টাকা মূল্যমান নির্ধারণ করে মোহাম্মদ আলীর কাছে বিক্রি করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তিনি জায়গাটি বিক্রি করবেন না বলে জানালে বিষয়টি নিয়ে গ্রামের সর্দার ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে একটি সালিশী বৈঠক বসেছিল।
বৈঠক চলাকালীন একপর্যায়ে মালু মিয়া মমতাজকে টেনে নিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পরিমলের বাজেমালের দোকানের সামনে তর্কাতর্কির একপর্যায়ে মালুমিয়া তার হাতের টর্চলাইট দিয়ে গ্রামের সর্দার মোহাম্মদ হানিফের মাথায় আঘাত করেন। এর পরপরই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে দুজনেই রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।