মোহাম্মদ শাহনেওয়াজ
লামা পৌরসভার নয়াপাড়া ২নং ওয়ার্ডে হলিচাইল্ড পাবলিক স্কুলের পাশে অবস্থিত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত জাহাঙ্গীর আলমের তিন পুত্র— মোঃ হেলাল উদ্দিন, মোঃ ফরহাদুল ইসলাম,বেলাল উদ্দিন— দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহৃত এই রাস্তাটি দখল করে ঘর নির্মাণ কাজ চালাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে নির্মাণ কাজ চালাচ্ছে।ভুক্তভোগী এলাকাবাসী জানান, এরাস্তাটি শুধু সাধারণ পথচারীদের চলাচলের পথই নয়, হলিচাইল্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীদেরও এই পথ ব্যবহার করতে হয়। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি ব্রিজ সম্পত্তি দখল করে ঘর নির্মাণের ফলে একদিকে যেমন সরকারি সম্পত্তির অপব্যবহার হচ্ছে, তেমনি অন্যদিকে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত মোঃ হেলাল ও বেলালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ফরহাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, বিষয়টি লামা থানায় মীমাংসা হবে বলে জানায়।
উল্লেখ্য যে, রাস্তাটি লামা সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক হতে যুক্ত হয়ে হলিচাইল্ড স্কুল সংলগ্ন ঝিরির পাশ দিয়ে পূর্বদিকের পুরনো একটি চলাচল রাস্তা। রাস্তাটি রক্ষায় লামা পৌরসভা কর্তৃপক্ষ ৫,০৫,৬২৫/ টাকা ব্যয়ে ব্রিক গাইড ওয়াল নির্মাণ করে শুভ উদ্বোধন করেন, পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন। মেসার্স আদিত্য এন্টারপ্রাইজ কাজটি সম্পন্ন করেন।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দ্রুত এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

