কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযান এর  শুভ উদ্বোধন  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযান ২০২৫ এর  শুভ উদ্বোধন করা হয়েছে।  

চলতি বোরো মৌসুমে কাজিপুরে  ৩৬ টাকা কেজি দরে ৫৮৭ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে  ১২১১ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে বলে জানা যায়। 
কাজিপুর খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫মে) সকালে  কাজিপুর উপজেলার  মেঘাই  খাদ্য গুদামে উক্ত ধানচাল  সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার  দেওয়ান আকরামুল হক। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ  শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ  অফিসার ডাঃ মোঃ  দিদারুল আলম, একাউন্টস অফিসার মোঃ মনোয়ারুল ইসলাম, সমবায়  অফিসার  মোঃ খালেকুজ্জামান,  প্রকল্প বাস্তবায়ন অফিসার  আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত খাদ্য অফিসার  অলিউর রহমান, বি এ ডি সি  মাঠ পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ এবং অন্যান্য কর্মকর্তা,  ডিলার, চাল কল মালিক , সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।