আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
আনোয়ারায় বৈরাগ ইউনিয়নে কেইপিজেড সংলগ্ন এলাকায় পাহাড় ধসে নিহত দুই শিশুর পরিবারকে সমবেদনা জানাতে তাদেরবাড়িতে গেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক(২০১৮ সালে প্রথমিক মনোনয়ন প্রাপ্ত) মোস্তাফিজুর রহমান।
গত শুক্রবার সকালে উপজেলার বৈরাগে নিহত দুই জন ও আহত দুই জন শিশুদের নিজ বাড়িতে যান তিনি। এ সময় নিহতএবং আহত শিশুদের ব্যক্তিগতভাবে তিনি আর্থিক সহায়তা দেন। পরে নিহত দুই শিশুর কবর জিয়ারত করে তাদের আত্মারমাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক,আলমগীর খান, দক্ষিন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামন সাজ্জাদ,আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এস এম পিন্টু আনোয়ারা উপজেলা যুবদল নেতা আলমগীর খান, আবু বক্কর, সাহাবাজ খান,রুবেল হোসেন, নিসান, এনামুল হক,জসিম উদদীন, ফারুক হোসেন প্রমূখ।
মোস্তাফিজুর রহমান বলেন,নিহত শিশুর পরিবারকে সান্ত্বনা দেবার মত ভাষা আমার নাই। সন্তানদের হারিয়ে ওই শিশুদেরপরিবার আজ নির্বাক। আমি এ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বৈরাগইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের ঘটনা এড়াতে সতর্কতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেআহ্বান জানাচ্ছি।
