যে অক্লান্ত বিশ্বাস নিয়ে ধরবে তোমার হাত
করবে সহযোগিতা ও দোয়া
সেই তোমার সহযোদ্ধা, সেই সাফল্যের অংশীদার।
জীবনসঙ্গী অর্ধাঙ্গিনীর কাছে তুমি আস্থা ও ভালবাসার চাদর,
প্রবীণ বয়োজ্যেষ্ঠের কাছে তুমি আদর।
বিশ্ব কার?
সবার, সমাজের, সার্বজনীন।
তুমি কার?
আমি সবার, সমাজের, সার্বজনীন।
জনতার তুমি আশা ও ভরসার উৎস,
আল্লাহই তোমার জন্য যথেষ্ট।
স্বপ্ন স্বর্গভূমি বাংলাদেশ, শান্তিময় বিশ্ব।
বিশ্বাস নিয়ে বলো, ইনশাআল্লাহ সব সম্ভব।