প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৩:৫৪ পি.এম
প্রকৃতি বলছে আমায়

উৎসর্গ: কোয়ান্টাম ফাউন্ডেশন মাননীয় চেয়ারম্যান শহীদ আল বুখারী মহাজাতক (দাদুকে)
লেখক: মোঃ মহিউদ্দিন (বন্ধু) ,
আহ্বায়ক গ্রীন পলিসি মুভমেন্ট
প্রকৃতির স্পন্দন বলে তুমি হও ...
ময়দানে তুমি কালজয়ী যোদ্ধা
মঞ্চে তুমি বজ্র মুক্তির কণ্ঠস্বর
আলোচনার টেবিলে
তুমি যুগোপযোগী সর্বোত্তম সিদ্ধান্তে
বিচারে তুমি ন্যায়ের মানদণ্ড
গুণীজনের সম্মানে তুমি বিনম্র বিনয়ী
হৃদয়ের উষ্ণতায় তুমি মমতাময়ী
দোয়া প্রার্থনা আশীর্বাদে তুমি সবার
দুঃখী, অসহায় মজলুমের
চোখের পানির পাশে তুমি অনুপ্রেরণার উৎস
বন্ধুত্ব তুমি নিখাদ সত্য
অন্যায়ের বিরুদ্ধে তুমি সোচ্চার
শত্রুদের বিরুদ্ধে তুমি অজানা আতঙ্ক
আলোচনা, সমালোচনা, অপবাদ, অবহেলা, দুঃখ-কষ্টে
তুমি অবুঝ শিশুর হাসি
সময় বলে দেবে তুমি কি
মানুষ বুঝতে কর তুমি অচেনার ভান
ধৈর্য তুমি কালবৈশাখী ঝড় কর সহ্য
কাজে তুমি অক্লান্ত
বিশ্বাসে তুমি প্রবল দৃঢ়
সিদ্ধান্তে তুমি অটল
সেবায় তুমি নিবেদিত
হৃদয়ে তুমি কোমল
ফিটনেসে তুমি টোটালি ফিট
যে অক্লান্ত বিশ্বাস নিয়ে ধরবে তোমার হাত
করবে সহযোগিতা ও দোয়া
সেই তোমার সহযোদ্ধা, সেই সাফল্যের অংশীদার।
জীবনসঙ্গী অর্ধাঙ্গিনীর কাছে তুমি আস্থা ও ভালবাসার চাদর,
প্রবীণ বয়োজ্যেষ্ঠের কাছে তুমি আদর।
বিশ্ব কার?
সবার, সমাজের, সার্বজনীন।
তুমি কার?
আমি সবার, সমাজের, সার্বজনীন।
জনতার তুমি আশা ও ভরসার উৎস,
আল্লাহই তোমার জন্য যথেষ্ট।
স্বপ্ন স্বর্গভূমি বাংলাদেশ, শান্তিময় বিশ্ব।
বিশ্বাস নিয়ে বলো, ইনশাআল্লাহ সব সম্ভব।
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650