——-
রুমা প্রতিনিধি
বান্দরবান জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর বলেছেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই। এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে এটা-ই বিশ্বাস করে ।
বান্দরবানের রুমায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুচ ছালাম আযাদ এইসব কথা বলেন।
রুমা উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে এ আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ খলিলুর রহমান সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা নায়েবে আমীর এড মোহাম্মদ আবুল কামাল , জেলার জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ ও রুমা উপজেলা জামাতে ইসলামী সেক্রেটারি মোঃ ইলিয়াস সহ তার অঙ্গ সংগঠন ও সাধারণ মুসলিরা এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এর আগে দুপুরে জেলা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালাম এর নেতৃত্বে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং কমপ্লেক্সের রোগীদের খোঁজখবর নেন। এছাড়াও রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে প্রতিষ্ঠিত জাবালুল মাদ্রাসা পরিদর্শন করেন এবং সেখানকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন – জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।