শিরোনাম
সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ৪জন নারী শিক্ষার্থীকে জয়ী শিক্ষাবৃত্তি প্রদান ভুল সিগন্যালে দুই ট্রেনের সংঘর্ষ রাজশাহী স্টেশনে ২ ট্রেনের সংঘর্ষ,বগি লাইনচ্যুত EuroTrip 2025 High Quality To𝚛rent রুমা উপজেলার সুংসুং পাড়া সাব জোনের অন্তর্গত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকা থাইক্ষ্যং পাড়ায় বম জনগোষ্ঠীর সাথে ১৬ ইস্ট বেঙ্গল রেজিঃ এর মতবিনিময়সভা ও সারাদিনব্যাপী সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান গজারিয়া মধ্যরাতে মেঘনা নদীতে বিশেষ অভিযানে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার গজারিয়া নিখোঁজের দুই দিন পর নৌযান শ্রমিকের লাশ উদ্ধার গজারিয়া তেতৈতলা জামালদী সংযোগ সড়ক পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী পেঁপে দেয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ৬৫ বছরের বক্কর আটক কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলা শাখার জাসাস কর্মী সভা অনুষ্ঠিত দুস্থ, অসহায় ও অতিদরিদ্র ২হাজার ৩৪ পরিবার পেল পবিত্র ঈদ-উল-ফিতর চাল
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

কুড়িগ্রামে নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে

বার্তা সম্পাদক / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মো:মাইনুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা কুড়িগ্রাম জেলায় বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে । ২০১০ সালে গৃহীত প্রকল্পের আওতায় বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চলে প্রাণিজ আমিষের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধি করা সহ প্রাণিসম্পদ খাতে উন্নত ও লাগসই প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে । এ প্রকল্পের আওতায় মুরগি পালন প্যাকেজে ৬২২৪ জন, হাঁস পালন প্যাকেজে ৩০৮০ জন, ছাগল পালন প্যাকেজে ১৫৫৭ জন, পাঠা পালন প্যাকেজে ১৫৩ জন, ভেড়া পালন প্যাকেজে ১৫৫৭ জন, বকনা পাপন প্যাকেজে ৬০০ জন, কবুতর পালন প্যাকেজে ৬০ জন, বায়োগ্যাস প্ল্যান্ট প্যাকেজে ৬০ জন, ঘাস চাষ প্রদর্শনী ৪৫ জন ও সাইলেজ প্রদর্শনী ৪৫ জনসহ মোট ১৩,২৯১ জন সুফলভোগী নির্বাচন করা হয়েছে। ৬২২৪ জন মুরগি পালন প্যাকেজের সুফলভোগীর মধ্যে এখন পর্যন্ত ৮৫২ জনকে ১৫ টি করে মোট ১২৭৮০ টি মুরগি প্রদান এবং ৮৫৯ টি মুরগির বাসস্থান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। হাঁস পালন প্যাকেজের ৩০৮০ জন সুফলভোগীর মধ্যে এখন পর্যন্ত ১৩৯ জনকে ১৫ টি করে মোট ২০৮৫ টি হাঁস প্রদান এবং ৫১৩ টি হাঁসের বাসস্থান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ছাগল পালন প্যাকেজের ১৫৫৭ জন সুফলভোগীর মধ্যে এখন পর্যন্ত ৬৮৩ জনকে ০২ টি করে ১৩৬৬ টি ছাগল প্রদান এবং ১০৩৮ টি ছাগলের বাসস্থান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাঠা পালন প্যাকেজের ১৫৩ জন সুফলভোগীর মধ্যে এখন পর্যন্ত ০৯ জনকে ০২ টি করে ১৮ টি পাঠা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ভেড়া পালন প্যাকেজের ১৫৫৭ জন সুফলভোগীর মধ্যে এখন পর্যন্ত ৮৮৩ জনকে ০৩ টি করে মোট ২৬৪৯ টি ভেড়া প্রদান এবং ৯৭৯ টি ভেড়ার বাসস্থান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বকনা পালন প্যাকেজের ৬০০ জন সুফলভোগীর মধ্যে এখন পর্যন্ত ১৬৮ জনকে ০১ টি করে ১৬৮ টি বকনা প্রদান এবং ১০৩৮ টি ছাগলের বাসস্থান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঘাস চাষ প্যাকেজের আওতায় ৪৫ টি উন্নত জাতের ঘাসের প্রদর্শনী প্লট ৪৫ টি সাইলেজ প্রযুক্তি প্রদর্শনী স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে সহায়তা লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কুড়িগ্রাম জেলায় স্থানীয় খামারীদের সাথে যোগাযোগ করে ন্যায্য মূল্যে গাভীর দুধ ও মুরগির ডিম ভোক্তা পর্যায়ে বিক্রয় করা হচ্ছে।

বিভিন্ন বিষয় নিয়ে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানায় , স্থানীয় পর্যায়ে খামারীদের সাথে আলোচনা করে খামারিদের মাধ্যমে পবিত্র রমজান মাস ব্যাপী বাজারে ন্যায্য মূল্যে গাভীর দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম চলছে। কুড়িগ্রাম জেলার চরাঞ্চলে সরকারের গৃহীত প্রকল্পের সুবিধা পাচ্ছে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ