শিরোনাম
আলীকদমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে জিআর খাতে চাল বিতরণ   সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা বান্দরবানের লামা ভ্যালি: কীভাবে যাবেন, কী দেখবেন বাংলা গানের জগতে আশীষ খীসার আত্মপ্রকাশ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান কুড়িগ্রাম-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন সাবেক ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

৩ মিনিটের পথ ৩০ মিনিট লাগে পার হতে

বার্তা সম্পাদক / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ঈদগাঁওতে অনিয়ন্ত্রিত যানজট, চার লেন সড়ক সময়ের দাবী

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের অন্যতম বাণিজ্যিক নগরী ঈদগাঁও বাজার তথা বাস স্টেশন। সেই সাথে এটি পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার। প্রতিদিন ঈদগাঁও বাসস্টেশনের বুকচিরে চলে যায় ঢাকা-চট্রগ্রাম থেকে কক্সবাজার আবার কক্সবাজার থেকে চট্টগ্রাম-ঢাকা সহস্রাধিক যানবাহন। সেইসাথে ঈদগড়-বাইশারী, শিয়াপাড়া-দরগাহ পাড়া, ইসলামাবাদ ও ইসলামপুর থেকে আসা মিনিটমটমগুলো চতুর্মুখী সংঘর্ষে জ্যামের জট বেঁধে মহাসড়ক তথা ঈদগাঁও বাসস্টেশনে আটকে থাকে ফলে ৩মিনিটের রাস্তার যানজট পার হতে সময় লাগে ৩০মিনিট। এ সময় কঠিন দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রী ও পথচারীদের। যার দরুন নির্দিষ্ট সময়ে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন না, সঠিক সময়ে শিক্ষার্থীরা পৌঁছতে পারে না স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায়। অসুস্থ রোগীরা পৌঁছতে পারে না হাসপাতালে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষগুলো পৌঁছতে পারে না বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, ব্যক্তিগত কাজ ও পারিবারিক প্রয়োজনে ফলে নানা দুর্ভোগের শিকার হতে হয় পথচারী বা যাত্রীদের।

জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সভাপতি জানান, গত ২০ বছরে যেই পরিমান মানুষ ও গাড়ির সংখ্যা বেছে তার একইঞ্চি পরিমানও রাস্তার প্রস্থ বাড়েনি। ফলে রাস্তার চেয়ে যানবাহনের সংখ্যা অনকগুণ বেশি। ঈদগাঁও বাসস্টেশন হচ্ছে চতুর্মুখী জনশন তাই সবসময় যানজট লেগে থাকে। যদি রাস্তার প্রস্থ বড় করে বা চার লেন করে কিংবা চকরিয়া বাসস্টেশনের মতো বক্স সিস্টেম করে তাহলে যানজট নিরসন হবে।

ঈদগাঁও বাসস্টেশনের ব্যবসায়ী নুরুল হুদা জানান, সময়ের প্রয়োজনে সব কিছুর পরিবর্তন হলেও এই ঈদগাঁও স্টেশনের আরকান সড়কের কোন পরিবর্তন হয়নি। ফলে গণমানুষ ও যানবাহনে সংখ্যার কাছে সড়ক ছোট তাই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকে। সময়ের প্রয়োজনে রাস্তা চার লেন করে অতিদ্রুত সময়ে বাসস্টেশনের যানজট দূরীকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, যানজটের কারণে ঈদগাঁও বাসস্টেশনে ৩ মিনিটের সড়কটি পার হতে ৩০ মিনিট সময় লেগে যায়। ফলে দীর্ঘ  যানজটের চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তাই ঈদগাঁও স্টেশনের অনিয়ন্ত্রিত যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে চার লেন সম্প্রসারণ এখন সময়ের দাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ