বিশেষ প্রতিনিধি
বান্দরবান সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চট্টগ্রাম ডিভিশন উপজেলা অ্যান্ড ইউনিয়ন রোড ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেনথেনিং প্রজেক্ট (সিডিডব্লিউএসপি) প্রকল্পের ৩০ কোটি টাকার সড়ক উন্নয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের ফলে সড়কটির স্থায়ীত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে স্থানীয়দের মনে।স্থানীয়রা জানান, রেইচা বাজার থেকে গোয়ালিয়া খোলা পর্যন্ত ৩০ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ করছে এলজিইডি। যেখানে প্রাথমিক পর্যায়ে ৩০টি কালভার্ট নির্মাণ করছেন ঠিকাদাররা। এসব কালভার্ট নির্মাণে ব্যাপক অনিয়ম করছেন ঠিকাদারের লোকজন। আজম ও খোরশেদ আলম নামক এসব ঠিকাদার স্থানীয় প্রভাবশালী হওয়ায় সরাসরি অনিয়মের প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না তেমন কেউ।