মফিজুর রহমান
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র ব্যাচ’২০ কর্তৃক আয়োজিত খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (শনিবার) মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ওমর ফারুক(রহ.) এর স্বরণে ওই মাদ্রাসার প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় এই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন একই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও মরহুম ওমর ফারুক(রহ.) এর ছেলে আহমদ ফারুক আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম. বদিউল আলম জিহাদি।
মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ। এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রপরিষদের নেতৃবৃন্দ ও ব্যাচ’২০ এর প্রতিনিধিগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।