সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিনী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের চতুর্থ জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর জানাযা শেষে স্বামীর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার পূর্বে মায়ের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন নিহতের ছেলে ড. মাশরুর রফিক মিয়া সাদ ও ড. শাহরুর রফিক মিয়া রাদ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান আবীর। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। গত রবিবার বাদ যোহর ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ধানমন্ডিতে প্রথম জানাজা, বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা ও সোমবার সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা সম্পন্ন হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠা চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে প্রাথমিক ভাবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় এই নেত্রী অংশ নেয় এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ২ মার্চ রবিবার সকালে ধানমন্ডি ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় প্রফেসর ড. শাহিদা রফিক (৭৭) বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস করেন।