নিউজ ডেস্ক
শুক্রবার বিকেলে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এতে মালুৃমঘাট ত্রিপুরা ট্রাভেলসকে ট্রাইবেকারে ৫-৩ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মানিকপুর ফুটবল একাডেমী।
শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান , লামা উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, লামা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, লামা মাতামুহুরী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম।খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সাফায়েত হোসেন রাসেল বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।