সমরেশ রায় ও শম্পা দাস
কলকাতা,পশ্চিমবঙ্গ
আজ ২০ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার, সকাল থেকেই অল্পবিস্তর কোথাও কোথাও মেঘলা হয়ে থাকলেও, ঠিক সাড়ে ১১ টা নাগাদ মেঘ কালো করে বজ্রবিদ্যুৎ সহকারে মুষলধারে বৃষ্টি । কলকাতা সহ আশপাশের এলাকার জনজীবন বিপর্যস্ত, প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট অঝোরে বৃষ্টি হতে থাকায় অফিস-যাত্রীরা বিপাকে।
এতটাই অন্ধকার করে রেখেছিল যে গাড়ি চালকেরা গাড়ির লাইট জ্বালতে বাধ্য হয়।, রাস্তায় মানুষ চেনা যাচ্ছিল না। তার মধ্য দিয়ে এই বৃষ্টির মধ্যে অফিস যাত্রীরা রাস্তা পারাপার হচ্ছেন। আর মাঝে মাঝে গর্জন দিয়ে বজ্রবিদ্যুৎ করতে থাকে, ভয়ে পথ চলতি মানুষ কোথাও গাছের গোড়ায় এবং কোথাও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন এবং ভিজতে থাকেন, কারণ যে হারে বৃষ্টি হচ্ছিল অফিস পৌঁছানো অসম্ভব।
বৃষ্টির মধ্যে অফিস যাত্রীরা যেমন বিপাকে, তেমনি সারা কলকাতায় যানজটের সৃষ্টি হয় এবং রাস্তায় জল দাঁড়িয়ে যায়। ঝুটা বৃষ্টি কমলে অফিস যাত্রীরা দৌড়াদৌড়ি করতে থাকে অফিসে ঢোকার জন্য, আবার অনেকেই ছুটে বাস ধরার চেষ্টা করছেন, এখনো মেঘ কালো করে ঢেকে রেখেছে, তবে অনুমান করা যায় পুনরায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বহুদিন পর হঠাৎ করে বৃষ্টি হওয়ায় কিছুটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও , অন্যদিকে অফিস বেরিয়ে হঠাৎ করে বৃষ্টি নামায় বিপাকে পড়েছেন। অনেককে ভিজে ভিজেই অফিসে যেতে দেখা যায়। মুসুলধারে বৃষ্টি হওয়ায় ছাতাকেও হার মানিয়েছে।