নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনু মাধব রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত বিধু ভূষণ রায়ের ছেলে।
শনিবার বিকেলে মাধবপুর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ-উল্যা জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এছাড়া বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে গোপনে সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।