শিরোনাম
💔 “তুমি আমার নও আর—তবুও ভালোবাসি ফুয়াদ” মাধবপুরে আ.লীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয় আর্চারি লিগে রাহিম হোসেন চৌধুরী ও ইয়াসিনের ব্রোঞ্জ জয় গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই বান্দরবানে বিএনপির প্রার্থী ঘোষণার পরও কোন্দল থামেনি! – আলাদা দলীয় কর্মসূচিতে জনমনে প্রশ্ন আনোয়ারা ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ি দিয়ে আঘাত যুবক নিহত ‎দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল আলীকদমে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক! মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আলীকদমে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সম্পাদক প্রকাশক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

,

নিজস্ব প্রতিবেদক | আলীকদম (বান্দরবান)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে আলীকদম বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাসুক আহমদ। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা আবুল মনসুর, বিএনপি নেতা ইউনুস মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইলিয়াছ মিয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ উদ্দিনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি দেশের ইতিহাসে একটি মাইলফলক। ১৯৭৫ সালের এ দিনে দেশপ্রেমিক সেনা ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতির সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করে গেছেন।

 

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সারাদেশে নির্যাতন-নিপীড়ন চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করে রেখেছে। ভিন্নমত দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে— যা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী।
তারা আরও বলেন, এই দুঃশাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ঘোষিত বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের একযোগে মাঠে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ