–
আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাড়াবাসী।
রবিবার (২ নভেম্বর) দুপুরে আলীকদম প্রেসক্লাব চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করে তারা।
সংবাদ সম্মেলনে বাবুপাড়াবাসীর পক্ষে বক্তব্য রাখেন কারবারি আবু মং মার্মা, ইউপি সদস্য হ্লামুছা মার্মা প্রমুখ। তারা বলেন, “বিগত ২০২২ সাল থেকে বাদীদ্বয় পাড়াবাসী থেকে আলাদা হয়ে সামাজিক কার্যক্রম পৃথকভাবে পালন করে আসছেন। ২০২৩ সালে বাবুপাড়া বৌদ্ধ বিহারের নামে পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে উক্যজাই মার্মা, থোয়াইস্রা মার্মা, মিতংগ্য মার্মা এবং ক্রোমা মার্মানী পাড়াবাসীকে নানা হুমকি, ভয়ভীতি এবং নারী ও শিশু নির্যাতন মামলাসহ মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তারা আরও বলেন, “গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে কঠিন চীবর দান অনুষ্ঠানের প্রস্তুতি সভায় পুরো পাড়াবাসী উপস্থিত থাকলেও বাদীদ্বয়ের কেউই সেখানে ছিলেন না। কিন্তু এর তিন দিন পর, ২৯ অক্টোবর বাদীদ্বয় পাড়ার পাঁচজনের নামে মিথ্যা মামলা দায়ের করেন।”
পাড়াবাসী অভিযোগ করে বলেন, এই ধরনের মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে এলাকায় অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।