———
নিজস্ব প্রতিবেদক
আলীকদম সাংবাদিক ফোরাম এর সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি সাংবাদিক তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে অষ্ট্রিয়া এনজিও সংস্থা সোনে ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ।
রবিবার সকালে আলীকদম উপজেলা কার্যালয়ে সংস্থাটির ফিল্ড অফিস সমন্বয়কারী সাবারাং ত্রিপুরা ও প্রকল্প সুপারভাইজার কাম হিসাব সহকারী মোঃ রিয়াজ হোসেন সাংবাদিক তৌহিদুল ইসলামের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।
উল্লেখ্য, প্রায় দুই মাস আগে পা পিছলে পড়ে গুরুতর আহত হন সাংবাদিক তৌহিদুল ইসলাম। এতে তার ডান পায়ের রানের গোড়ার দিকে হাঁড় ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে অপারেশন করে রড লাগানোসহ চিকিৎসার বিভিন্ন ধাপে প্রায় ৪ লাখ টাকার মতো ব্যয় হয়। বর্তমানে চিকিৎসা ব্যয় বহন করা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
সোনে ইন্টারন্যাশনাল এর এই মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক তৌহিদুল ইসলাম। তিনি সংস্থাটির সকল কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।