বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
আলীকদমে শীতার্তদের মাঝে ৫৭ বিজিবির কম্বল বিতরণ মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নি-হ-ত, আহত -৩ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বান্দরবান জেলা কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত new আলীকদমে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান: দুইজনকে ১বছর ও ১জনকে ৩মাসের কারাদণ্ড লামায় অবৈধ ইটভাটায় আভিযানিক দলের গাড়ি বহরে হামলা ও ভাংচুর! ——-বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত! জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাইফুল ইসলাম রিমন বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত গজারিয়া ‎বাউশিয়ায় শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তাল অঞ্চল, ষড়যন্ত্রের শিকার বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন

সম্পাদক প্রকাশক
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

————–

নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার একমাত্র বৈধ বালি মহাল হচ্ছে দিয়ার বাহাদুরপুর বালি মহাল বৈধভাবে বালুমহাল পরিচালনাকারী ইঞ্জিনিয়ার কাকনের বিরুদ্ধে ‘কাকন বাহিনী’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রমতে,ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা নদীপথে চাঁদাবাজি ও অবৈধ দীর্ঘদিন থেকে চুরি করে বালি উত্তোলন করে আসছিলো। বিগত সময় যেখান থেকে বালি চুরি করে তুলছিলো জাকারিয়া পিন্টুরা সেই জায়গা টিকে নাটোর জেলা প্রশাসন বালি মহাল ঘোষণা করে বিগত কয়েক বছর থেকে টেন্ডার এর মাধ্যমে ইজারা প্রদান করে আসছে।এবং এই বালি মহলটি ভালই চলছিল যা নাটোর জেলা সর্বোচ্চ রাজস্ব আসছিলো এই বালি মহাল থেকে। বিগতের সময় কোন জায়গায় গোলাগুলি ঘটনাও ঘটে নাই এ বালি মহাল কেন্দ্র করে । এবং কি চলতি বছর ৯কোটি ৭৬লক্ষ টাকায় মহলটি ইজারা যারা প্রদান করে মোল্লা টেডার্স এর কাছে নাটোর জেলা প্রশাসন। চলতি বছরে জেল থেকে কারামুক্ত হন জাকারিয়া পিন্টু। পিন্টু জেল থেকে বের হয়েই নজর দেয় লালপুরের বালি মহাল এর দিকে। এবং প্রতিদিন বৈধ বালি মহাল থেকে প্রতিদিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং বিভিন্ন রকম ফোন্দি ফিকির শুরু করে। কিভাবে টাকা নেওয়া যায় কিন্তু ইঞ্জিনিয়ার কাকন ও নাছোর বান্দা তাদের বৈধ বালি মল থেকে কেন চাঁদা দিবে এটা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।পরে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

এদিকে প্রতিদিন বালু মহলে কুষ্টিয়া ভেড়ামারা,পাকশী, ১২ মাইল রাজবাড়ী পাংশা থেকে যে সমস্ত নৌকা বালগেট আসতো সেই সমস্ত নৌকা গুলো থেকে সাড়াঘাটে সেখান থেকে তারা চাঁদা দেওয়া শুরু করে। তখন বামি মহান কর্তৃপক্ষ চাঁদাবাজদের প্রতিহত করতে গেলে তারা নিজেদর ডোন নিজেদের ভিডিও করে ইঞ্জিনিয়ার কাকনের নামে মিডিয়াটা প্রোপাগান্ডা শুরু করে
যেহেতু পিন্টু প্রভাবশালী রাজনীতি ব্যক্তি হওয়ার কারণে ঈশ্বরদীর সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে সাহস পায়না।

তবে পাবনার বেশ কিছু প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া তার বিরুদ্ধে সংবাদ আসে পিন্টুর বিরুদ্ধে।এতে সে একটু ঠান্ডা হয়ে কৌশল পরিবর্তন করে। বিগত ১৭ বছর থেকে একটা কাগজ দিয়ে হাইকোর্ট রিটের অজুহাত করে বালু তুলে আসছিল সুলতানের আহমেদ টনি বিশ্বাস। পরে সেই টনি বিশ্বাসের সাথে নিয়ে ঈশ্বরদী সাড়াঘাটে বালু তুলতে থাকে।

কিন্তু সেটাও তাদের বালু তোলা কর্মকাণ্ড দীর্ঘস্থায়ী করতে দেয়না বিআইডব্লিউটি, এবং টনি বিশ্বাসে সিন্ডিগেটের করা পাঁচটি রিট ২৭সেপ্টেম্বর ২০২৫ খারিজ করে দেয় মহামান্য হাইকোর্ট। এবং বিআইডব্লিউটিএ এই সমস্ত টনি বিশ্বাস সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক পাবনা, কুষ্টিয়া ও নাটোরকে নির্দেশ প্রদান করে। এতে করে বালিতোলা বন্ধ হয়ে যায় জাকারিয়া পিন্টুদের।
তখন মাথায় বজ্রপাত হয় পিন্টুর নতুন করে শুরু করে মিডিয়া প্রোপাগান্ডা মিডিয়ার এই সত্যতা খুজতে গিয়ে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য অথচ থানা রেকর্ড বলছে, ইঞ্জিনিয়ার কাকনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় সাম্প্রতিক সময়ে দায়ের পিন্টুর করা ২টি মামলা ছাড়া লালপুর ও ভেড়ামারা থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বিপরীতে পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে ঈশ্বরদী ও লালপুর থানায় হত্যা,ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ৬২টি মামলা নথিভুক্ত রয়েছে।

পরে পিন্টু মরিয়া হয়ে ওঠে কিভাবে ইঞ্জিনাকে ঘায়েল করা যায়।পরে পিন্টু খুঁজতে থাকেন ইঞ্জিনিয়ার শত্রুকে পরে খুঁজে পায় বাঘার শীর্ষ সন্ত্রাসী ও গরু চোর মাদক ব্যবসায়ী বেলাল মুন্ডলকে সঙ্গে নিয়ে শুরু করে নতুন পায়তারা।

বেল্লাল মন্ডলের অপরাধ সাম্রাজ্য:বর্তমানে বাঘার এলাকার এক গরু রাখাল থেকে কিভাবে এলাকার মুর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত বেল্লাল মন্ডল। রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা বেল্লাল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচার,হুন্ডি ব্যবসা,জমি জবরদখল ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত। বাঘা, চারঘাট, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা থানায় তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যার একাধিক মামলা রয়েছে।

কাকনের পারিবারিক ইতিহাস ও জমির মালিকানা:
ইঞ্জিনিয়ার কাকনের পারিবারিক ইতিহাস সম্পূর্ণ ভিন্ন।তার নানারা বংশগতভাবে সম্মানিত ও ভদ্রলোক ছিলেন – উভয়ই স্কুলের শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং এলাকায় সুপরিচিত সৎ ও বুদ্ধিজীবী ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন। কাকনের নানাদের চরে প্রায় ১৮শত বিঘা জমি রয়েছে যা তাদের বৈধ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। বিপরীতে,বেল্লাল মন্ডলের বাবা ও চাচারা কাকনের নানাদের বাড়িতে কাজ করতেন। এই পারিবারিক পটভূমি থেকে স্পষ্ট যে,কাকন একটি সচ্চরিত্র ও সম্মানিত পরিবারের সন্তান,যেখানে বেল্লালের বাবা ইঞ্জিনিয়ার এর নানার বাড়িতে কাজ করা সুবাদে পরিবার পরিবারে বিশ্বস্ত হয়ে ওঠে,পরে বেলালকেও সে বাড়িতে গরু রাখালের কাজ দেয়। কিন্তু বেলাল ২০ টি গরুর পাল নিয়ে পালিয়ে অন্যতে বিক্রি করে দিয়ে দীর্ঘদিন গা ঢাকা দেয়।দীর্ঘদিন পরে আবার এলাকায় এসে সে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড

প্রশাসনের নিষ্ক্রিয়তা ও মিডিয়া কভারেজ:উল্লেখ্য,বেল্লাল মন্ডলের বিরুদ্ধে গত কয়েক বছরে বিভিন্ন পত্র পত্রিকায় প্রায় ৫০টিরও বেশি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিটি সংবাদেই বেল্লালের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ থাকা সত্ত্বেও প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর কোনো আইনি পদক্ষেপ নেয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি সময়মতো বেল্লালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডগুলো ঘটত না।

বেল্লালের জমি দখল ও চাঁদাবাজি:জানাগেছে, পদ্মা নদীর তীরে জেগে ওঠা হাজার হাজার বিঘা খাস জমি ও প্রাকৃতিক খেড় জোরপূর্বক দখল করে বিক্রি করছে বেল্লাল গোষ্ঠী। প্রকৃত জমির মালিক ও কৃষকদের জমি লিজের নামে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। প্রতিবাদ করলে তাদের ওপর চালানো হয় শারীরিক নির্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 BDIX ROOT
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102