থানচির বলিবাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ১৩ দোকান মালিক পেলেন নগদ সহায়তা ও চাল

———-
টি আই মাহামুদ

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে আর্থিক সহায়তা ও চালের ডিও বিতরণ করা হয়েছে।

গত ২৫ অক্টোবরের অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া ১৩টি দোকানের ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন, বিজিবি ও গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও বান্দরবান জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা-এর নেতৃত্বে প্রত্যেক ক্ষতিগ্রস্ত দোকান মালিককে নগদ ২৩,০০০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আর্টিলারি-এর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১৩ দোকান মালিককে প্রতি জনকে ১০,০০০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসন থানচি ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বয়ে, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত থানচি ইউএনও) মনজুর আলম-এর তত্ত্বাবধানে থানচি উপজেলা পরিষদ হলরুমে প্রত্যেক দোকান মালিককে নগদ ৭,৫০০ টাকা এবং ৩০ কেজি করে চালের ডেলিভারি অর্ডার (ডিও) বিতরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি ও সামাজিক সংগঠনগুলোর এই সহায়তা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা রাখবে।