———
তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার সাংবাদিক দিদার আহম্মদ নিখোঁজের চার দিন পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাইল এলাকার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। বর্তমানে তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে দোকানের মালামাল কিনতে ঢাকায় যান দিদার আহম্মদ। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও সহকর্মীদের ধারণা, তাকে অপহরণ করা হয়েছিল।
উদ্ধারের পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার দুপুরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে দেখতে যান কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।
দিদার আহম্মদ জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি এবং হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনাটি তদন্তে হোমনা থানা পুলিশ মাঠে নেমেছে। প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।
