—————
টি আই মাহামুদ
বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ৪নং বলিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলিবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় অনিল দাসের চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনগণ, বিজিবি, ফায়ার সার্ভিস ও থানচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয় ৩৮ বিজিবি ব্যাটালিয়নের প্রায় ১৮০-২০০ জন সদস্য, ফায়ার সার্ভিসের ১২-১৫ জন কর্মী এবং থানচি থানা পুলিশের ৭-৮ জন সদস্য। বাজারটি বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী হওয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় বলে জানান স্থানীয়রা।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও আনুমানিক ক্ষতির পরিমাণ নিচে দেওয়া হলোঃ
১️। মেছোলা মারমা, স্ত্রী মৃত ফোসার্চিং মার্মা — ৩.৫ লক্ষ টাকা, ২️। জাফর আহমদ, পিতা মৃত আশরফ আলী — ৫০ লক্ষ টাকা, ৩️। মাইন উদ্দিন, পিতা মৃত ফরিদুল আলম — ৬০ লক্ষ টাকা, ৪️। টিটু দাশ, পিতা মৃত অনিল কান্তি দাশ — ২৫ লক্ষ টাকা, ৫। সোনাতন বড়ুয়া, পিতা মৃত মনিন্দ্রলাল বড়ুয়া — ৩০ লক্ষ টাকা, ৬। মোঃ ওসমান গণি, পিতা মৃত আব্দুর রহমান — ২০ লক্ষ টাকা, ৭। মোঃ সাইফউদ্দিন, পিতা মৃত ফরিদুল আলম — ৩০ লক্ষ টাকা, ৮। মংক্যচিং মার্মা, পিতা মৃত দো অংপুত মার্মা — ২০ লক্ষ টাকা, ৯। আব্দুর রহিম, পিতা আজিজুর রহমান — ৫ লক্ষ টাকা, ১০। অংখোয়াই সা, পিতা অংনু — ২০ লক্ষ টাকা, ১১। উসুইখোয়াই, পিতা অংখোয়াইবা — ৫০ লক্ষ টাকা, ১২। মেসাংপ্রু মমিন, স্ত্রী মৃত কোখোয়াই মলি — ১০ লক্ষ টাকা, ১৩। নিপুল দাশ, পিতা মৃত অনিল কান্তি দাশ — ৫ লক্ষ টাকা।
মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের জরুরি সহায়তা প্রত্যাশা করছেন।
