————
তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা গ্রামের কুখ্যাত ও চাঞ্চল ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ছিনতাই করা মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঞ্চল ডাকাত এলাকায় চুরি, ডাকাতি, মোটরসাইকেল ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযান শেষে আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চাঞ্চলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। বহুদিন পর এলাকার মানুষ কিছুটা নিরাপত্তাবোধ করছে বলে মন্তব্য করেন তারা।
একজন স্থানীয় সমাজসেবক বলেন, চাঞ্চল ছিল এলাকার আতঙ্ক। সেনাবাহিনীর এই অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে আমরা আশা করি, এখন থেকে এলাকায় শান্তি ফিরবে।
