কুমিল্লা-২ আসনের কিংবদন্তি নেতা এম কে আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী পালন

——–

তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রীপরিষদ সচিব, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস ও হোমনা-মেঘনা) আসনের উন্নয়নের রূপকার, কিংবদন্তি রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব এম কে আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই মহান নেতার স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরা, রাজনৈতিক সহকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

সকালে মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে এম কে আনোয়ার ও তার সহধর্মিনী মাহমুদা আনোয়ারের কবরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দুপুরে তার নিজ বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে বক্তারা বলেন, “এম কে আনোয়ার ছিলেন একজন সৎ, দূরদর্শী ও উন্নয়নমুখী নেতা। তিনি প্রশাসন ও রাজনীতি উভয় ক্ষেত্রে সততা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। হোমনা-তিতাসসহ কুমিল্লা অঞ্চলের উন্নয়নে তার অবদান আজও মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।”

প্রসঙ্গত, ১৯৫৩ সালে এম কে আনোয়ার পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং স্বাধীনতার পর বাংলাদেশের মন্ত্রীপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং কৃষি ও পরিকল্পনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০১৭ সালের ২৪ অক্টোবর ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তাকে তার প্রিয় জন্মভূমি কুমিল্লার হোমনা উপজেলার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বর্তমানে তিনি ও তার সহধর্মিনী মাহমুদা আনোয়ার পাশাপাশি চিরনিদ্রায় শায়িত আছেন।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও দিনটি শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার মাধ্যমে পালন করা হয়।