———-
ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ থানা।
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’এই প্রতিপাদ্যে উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ থানার সামনে থেকে একটি র্যালী বের হয়ে বাস ষ্টান্ড হয়ে মায়ামি রেস্টুরেন্টে এর সামনে এসে শেষ। র্যালীর নেতৃত্ব দেন ভবেরচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শওকত হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশ এর সা:সম্পাদক নুরুল আমিন সরকার,হাইওয়ে পুলিশ অফিসার বাবুল হোসেন, বাস মালিক সমিতির সা:সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ইমরান হোসেন, শরীফ হোসেন, আশ্রাফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, মসজিদের খতিব,স্কুল কলেজ এর ছাত্র/ছাত্রী ও বিভিন্ন পরিবহনের সংগঠন এর নেতৃবৃন্দ ও স্থানীয় ড্রাইভার/হেলপার’রা অংশ গ্রহণ করেন।
জাতীয় সড়ক নিরাপদ হিসেবে গজারিয়া বাসীকে সচেতনতার জন্য এই আয়োজন উল্লেখ্য করে শওকত হোসেন বলেন,প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ৯ম বারের মতো উদ্যাপন করা হচ্ছে,মানুষ নিয়মিত ফুট ওভার ব্রীজ ব্যবহার করলে দূর্ঘটনা কমে যাবে এই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান,এছাড়াও মহাসড়কে থ্রি হুইলার (সি,এন,জি,অটোরিকশা)চলাচল না করার অনুরোধ করেন।