আমি তোমার নামে কবিতা লিখেছি
তোমার কমেন্টের আশায়,
তুমি এখনো কবিতা পড়ে দেখোনি
কমেন্ট ছাড়া দিয়েছো শাসায়।
আমি এলোমেলো প্রেমে সাজিয়েছি ছন্দ
সারাজীবন পাশে থাকবো বলে,
ছন্দগুলো আজ এলোমেলো হয়ে গেলো
আমায় একা রেখে তুমি গেছো চলে।
তুমি চলে যাওয়ার শূন্যস্থান এখনো ফাঁকা
পূরণ হওয়ার আশায় থাকছি রোজ,
এখনো তোমার নামে কবিতা লিখতেছি
তুমি নাওনি একটিবারের জন্য খোঁজ।
তোমার এলোমেলো প্রেমে পাগল হয়ে আমি
সাজিয়ে ছিলাম বহু কবিতার ছন্দ,
তোমার চলে যাওয়াতে আমি নিঃস্ব হলাম
এখনো আমি তোমার প্রেমে অন্ধ।
বলেছিলে আজীবন থাকবে আমার পাশে
তুমি আমায় কথা দিয়ে কথা রাখনি,
অবেলায় হারিয়ে গেলো তোমার প্রেমের ছবি
তুমি আর আমায় নাম ধরে ডাকোনি।
আমি তোমার নামে কবিতা লিখেছি রোজ
তুমি আসোনিতো আজ’ও ফিরে,
আমার যত অভিযোগ অভিমান জমে আছে
সকল কিছু শুধু তোমাকেই ঘিরে।