স্বপ্ন দেখা
সম্পাদক প্রকাশক
-
Update Time :
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
-
৯০
Time View

——-
রুপায়ন দেব
তুমি স্বপ্ন দেখো বড় হওয়ার, ঠিক ততখানি বড়ো যতটুকু হলে তোমার স্কুল টিফিনে দুই টাকা মিলবে।
যেটার হিসেব দিতে হবে না ঘরে ফিরে!
এরপর যখন তুমি ক্লাস সিক্সের দুপুর ছুটিতে আবিষ্কার করলে তোমার হাতে পাঁচ টাকা আছে অথচ তোমার সেই ক্লাশ ফোরের স্বপ্নটা আর নেই, দুই টাকার এক টাকা দিয়ে ১০ টি মার্বেল আর এক টাকায় লাল আইসক্রীম খেয়ে জিহবা লাল করে ঘরে ফেরার!
মাধ্যমিকের পড়ন্ত বেলায় বন্ধুর সাইকেলের পেছনে চড়ে নিজেকে কতটা হতভাগা ভেবেছো একটা নীল রঙের সাইকেলের অভাবে! অথচ শহুরে কলেজে গিয়ে এই সাইকেল দেখে ভাবতে লাগলে, বড্ড বেমানান; এই যন্ত্রখানি, এতসব আধুনিক যন্ত্রের ভিড়ে।
এভাবে চাইতে চাইতে দিন কেটেছে অনেক,
পাইতে পাইতে কেটেছে দিন অনেক। শুধু যখন পেয়েছি, তখন চাইনি। চাওয়ার কালে পাইনি।
বেহায়া মন! অদ্ভুত সব চাওয়া! পাখি বড় হওয়ার জন্য উড়তে চায়। উড়তে উড়তে পাখির একটা একটা পালক ঝরে যায়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category