শিরোনাম
রুমায় সাঙ্গু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ওয়াগ্যেয়াই পোয়ে’র রথযাত্রা রংপুরে বিএনপি নেতা লাকুকে অশ্রু, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানালেন লাখো মানুষ বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষিকার ওপর হামলা, সেই উপজাতি যুবককে পুলিশে দিলো এলাকাবাসী রুমায় ঐতিহ্যবাহী রথযাত্রার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মাহা ওয়াগ্যেয়াই পোয়ে শেষ হবে আজ স্বপ্ন দেখা মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি প্রবরণা পূর্ণিমার শুভেচ্ছা জানালেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম ৬ দফা দাবীতে বিলাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি : মাঠ পর্যায়ে  সকল টিকা  কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

বিদায়ের ঘন্টাধ্বনি

সম্পাদক প্রকাশক / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

——-
—এম. ডি জিয়াবুল

কোনো একসময় নিসর্গের নিঃশব্দ প্রাঙ্গণে
যখন বাতাসের নীরব লাফ ভাঙবে—
অকস্মাৎ বেজে উঠবে আমার বিদায়ের শঙ্খধ্বনি, অথচ অন্তরতম কম্পনে ভেঙে দেবে
পৃথিবীর সকল অলীক নিশ্চুপতা।

আমি তখন স্মরণ করব—
শিশিরকণার অশ্রুতে লেখা ভোরের পত্রিকা,
প্রথম কিরণের কাছে দোলা দেওয়া ঘাসের কাঁপুনি,
জলভেজা মাটির আদিম ঘ্রাণে জমে থাকা
অতীতের সব অমৃত শোকের ছায়া।

ধূসর মেঘে ঢাকা নৈঃশব্দ্য আকাশ,
যেখানে বাতাসের ছোঁয়ায় জন্ম নেয় অব্যক্ত বেদনা,
আর সন্ধ্যার গোধূলিতে মিলিত হয়
আলো ও আঁধারের অসীম শোকগাথা,
যেখানে প্রতিটি ছায়া যেন নিজের সঙ্গীত খুঁজে নেয়।

আমার প্রতিটি নিশ্বাসে ফিরে আসবে
ভাঙা কবিতার পঙক্তি,
অসমাপ্ত চিঠির নীরব আর্তনাদ,
প্রিয়জনের কণ্ঠে লুকানো অব্যক্ত কান্না,
যা সময়ের আড়ালে অনন্তকাল ধরে জমে থাকে।

বাতাস তখন এসে ছিঁড়ে নেবে আমার ছায়া,
তার প্রতিটি দমকা হাওয়ায় বেজে উঠবে
আমার অন্তিম নিঃশ্বাসের মর্মর ধ্বনি,
যা আকাশকে শূন্য করে দেবে,
পৃথিবীর হৃদয়কে জাগ্রত করবে অদৃশ্য কান্নায়।

আমি চলে যাবো, তবুও রেখে যাব—
গোধূলির আবছা আঁধারে জমে থাকা রক্তিম স্মৃতি,
অর্ধেক হাসি, অর্ধেক বেদনা,
আর অন্তহীন বিরহের দগ্ধ অগ্নিশিখা,
যা অচেতন মনেও চুম্বকের মতো টান নেবে।

যাঁরা কাঁদবে—
তাদের অশ্রুর প্রতিটি বিন্দু হয়ে উঠবে
একেকটি ভাঙা সেতারের তন্ত্রী,
যার সুরে ধ্বনিত হবে আমার অস্তিত্বের শবসঙ্গীত,
অন্তরাত্মার নীরবতাকে ছিঁড়ে,
এক নতুন নীরবতার জোয়ারে মিলিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ