———–
টি আই মাহামুদ
বাংলার চিরায়ত সংস্কৃতির অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলার কৃতী সন্তান জনাব সাইফুল ইসলাম রিমন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব সত্য ও ন্যায়ের বিজয়ের প্রতীক। মা দুর্গার আগমনে ধরণীতে শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা পৌঁছে যায়। এই উৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এটি সর্বজনীন আনন্দের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে মিলন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে তোলে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা একটি ঐক্যের দেশ। শারদীয় দুর্গোৎসব সেই ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায়। সবাই মিলে মিলিতভাবে উৎসব উদযাপন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, বিরাজ করে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা।”
আলীকদম উপজেলার এই কৃতী সন্তান দেশ ও জাতির মঙ্গল কামনা করে বলেন, “দুর্গোৎসবের এই আনন্দঘন সময়ে আমি প্রত্যাশা করি, প্রতিটি ঘর-সংসার হোক সুখ-শান্তিতে ভরপুর, সমাজ হোক কল্যাণময়, আর দেশ এগিয়ে যাক উন্নতি ও অগ্রগতির পথে।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি আবারও সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “দেবী দুর্গার আশীর্বাদে সকল অশুভ শক্তির বিনাশ হোক, আর মানবসভ্যতা হোক ন্যায়, সত্য ও সৌহার্দ্যে সমৃদ্ধ।”