নাইক্ষ্যংছড়িতে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাহাড়ি নারী গ্রেফতার
সম্পাদক প্রকাশক
-
Update Time :
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
-
৮৯
Time View

সানজিদা আকতার রুনা,
নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ দুই পাহাড়ি নারীকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানা সুত্রে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত হল উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা তারা।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ থেকে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে ১লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,সোনাইছড়ি মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠছে যুব সমাজ। আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারা খুশি।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার ফেরদৌস রনি বলেন,আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১লাখ ২০ হজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এই অভিযানটি এখনও চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া
চলছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category