আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন

বাজারের প্লট বিক্রির সময় ৫০০/১০০০ টাকার একটি রশিদ ৫০ হাজার টাকা পর্যন্ত দাবী করেন চৌধুরী আবু বক্কর 

টি আই মাহামুদ

বান্দরবানের আলীকদমে বাজার চৌধুরী জনাব আবু বক্করকে অপসারণ এবং বাজারের ময়লা-আবর্জনা নিষ্কাশনের জন্য যথাযথ জায়গা নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) আলীকদম বাজার প্রাঙ্গণে আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এবং স্থানীয় সকল ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কারের দায়িত্ব জেলা পরিষদের হলেও বাজার চৌধুরী আবু বক্কর এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি। বরং তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যস্ত থেকে নিয়মিত খাজনা আদায়ে সর্বদা সচেষ্ট থাকেন।

তারা আরো অভিযোগ করেন, আবু বক্কর চৌধুরী অবৈধভাবে সরকারী খাস ঝিরি টাকার বিনিময়ে বরাদ্দ দিয়েছেন, যা অনৈতিক ও দুর্নীতির শামিল। ব্যবসায়ীদের দাবি—এমন দুর্নীতিবাজ বাজার চৌধুরীকে আর এই বাজারে চায় না স্থানীয় ব্যবসায়ী মহল।

মানববন্ধনে বক্তারা জেলা পরিষদ কর্তৃপক্ষের নিকট বাজার চৌধুরী আবু বক্করকে অবিলম্বে অপসারণ এবং বাজারে ময়লা নিষ্কাশনের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং আলীকদম বাজারে একটি আধুনিক পাবলিক টয়লেট স্থাপনের দাবি জানান।