সন্ধানপ্রার্থীঃ- মোঃ আইয়ুবুল ইসলাম, পিতাঃ সোলতান আহমদ (ডিলার), ১নং ওয়ার্ড, আলীকদম সদর ইউনিয়ন।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় আলীকদম থানাধীন ০১ নং আলীকদম ইউনিয়ন/ওয়ার্ড এর আলীকদম এলাকা থেকে আমার স্ত্রী আমার দুই কন্যাসহ নিখোঁজ হয়েছে। সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে না পাওয়ায় ২২ আগষ্ট এব্যাপারে আলীকদম থানায় জিডি করা হয়েছে।
জিডি ট্র্যাকিং নং: BA97KZ
জিডি নং: ১০২২
তারিখ: ২২/০৮/২০২৫
নিম্নে আমার স্ত্রীর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান কর হলো- নামঃ জাকিয়া মুনমুন শিফা (২৪)। জাতীয় পরিচয়পত্র নংঃ- ১০০২৬৯৩৭৩৯
পিতার নামঃ নাজেম উদ্দিন।
মাতার নামঃ জোসনা আক্তার।
আমার স্ত্রী আলীকদম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর মোস্তাক পাড়াস্থ আমার নিজ বাড়ি হইতে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নাই, বর্তমানেও খোঁজাখুঁজি অব্যাহত আছে।
কোন সহৃদয়বান ব্যক্তি আমার স্ত্রী ও সন্তানদের সন্ধান পেয়ে থাকলে নিন্মলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
বিঃদ্রঃ সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।
জরুরী যোগাযোগ:
আইয়ুবুল ইসলাম, মোবাইল নংঃ- 01818130544
ঠিকানাঃ- ০১ ওয়ার্ড, (সোলতান ডিলার এর বাড়ী) আলীকদম সদর ইউনিয়ন, আলীকদম, বান্দররান।