বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ যুব গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে আলীকদম বাসটার্মিনাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব গণঅধিকার পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ, অর্থ সম্পাদক হুরে জান্নাত হ্যাপি, লামা উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, ফাসিয়াখালি ইউনিয়ন সহ-সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং রুপসীপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজল বানু।
এ সময় প্রধান অতিথি আব্দুল মালেক আলীকদম উপজেলা যুব গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে মোঃ হেলাল মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে বাবুল দত্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নুরুল কবিরের নাম ঘোষণা করেন।
সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে গণতন্ত্র, অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করতে যুব গণঅধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে।