——–
জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল জোতি প্রজ্জলন এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রী কৃষ্ণের ৫২৫২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি, জি।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব সাগর চক্রবর্তী কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু নারায়ণ ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, বলেন, “শ্রীকৃষ্ণ প্রেম, সত্য, ন্যায় ও মানবতার প্রতীক। তাঁর জীবন দর্শন শেখায় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে। ধর্মীয় উৎসব শুধু আনন্দের নয়, এটি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। মাটিরাঙ্গা একটি বহু ধর্মাবলম্বীর বাসস্থান, এখানে সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা চাই প্রত্যেক উৎসব নিরাপদ ও আনন্দঘনভাবে সম্পন্ন হোক। সেনাবাহিনী সবসময় শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য জনগণের পাশে আছে।”একই সময়ে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দিনের অন্যান্য সময় শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন হবার কথা রয়েছে।