আলীকদমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
সম্পাদক প্রকাশক
-
Update Time :
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
-
১৯৪
Time View

—–
টি আই, মাহামুদ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” — এই প্রতিপাদ্যে মঙ্গলবার বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আলীকদম উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সোহেল রানা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান।
অনুষ্ঠানে গ্রাউস আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করে। আলোচনায় বক্তারা যুব সমাজকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ, প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন প্রকল্পের আওতায় উদ্যোগক্তাদের মধ্যে ৫টি পরিবারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লক্ষ টাকার ফ্যামিলি ঋণের চেক বিতরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে যুবকদের দক্ষতা উন্নয়ন ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে দিবসের কার্যক্রম শেষ হয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category