গিয়াসউদ্দিন জাবেদ – মারছা ট্রান্সপোর্ট লিমিটেড কোম্পানির সাবেক এইচ, আর, সে মুরাদপুর মারছার হেড অফিস একে ট্রেড সেন্টারে বসতো । আওয়ামীলীগ আমলে আগ্রাবাদের সাবেক কাউন্সিল ও সেচ্ছাসেবকলীগ দলে যোগ দিয়ে পুরো আগ্রাবাদ জুড়ে করেছিলো ত্রাসের রাজত্ব, ছাত্র আন্দোলনে লাঠি,বন্দুক হাতে বহু ছাত্রের উপর নির্মম নির্যাতন চালায় এই গিয়াস উদ্দিন জাবেদ।ছাত্র আন্দোলনে হত্যা মামলার সব আসামী বিশেষ করে সেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান আজিজ ও আওয়ামীলিগের অনেক নেতা ও বিভিন্ন জনের সাথে ছিলো তার দহরম মহরম সম্পর্ক, গড়েছেন কোটি কোটি টাকা।কিন্তু কিভাবে কোন অশরী শক্তির বলে বহাল তবিয়তে তিনি তা বিস্তারিত আসছে।।