শিরোনাম
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদন্ড মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ! থানায় অভিযোগ দায়ের আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কোথায়?—আলীকদমের জনগণের মৌলিক অধিকার আজ প্রশ্নের মুখে আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

অর্ধশত শ্রমিকের কর্মসংস্থান: ‘সাইমুম নার্সারি’র হাত ধরে তরুণ উদ্যোক্তা নুরুজ্জামানের সফলতা!

বার্তা সম্পাদক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

হা্ঁটি- হাঁটি, পা-পা করে আজ কোটি টাকার চারা এবং অর্ধশত শ্রমিকের কর্মসংস্থান নিয়ে সফল নার্সারি উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন বান্দরবানের লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড হরিণঝিরি গ্রামের তরুণ উদ্যোক্তা মোঃ. নুরুজ্জামান। তার প্রতিষ্ঠিত ‘মেসার্স সাইমুম নার্সারি’ শুধু লামা নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে সবুজের বার্তা।২০০১ সালে আলীকদম-লামা সড়কের পাশে নিজস্ব দুই একর জমিতে নামমাত্র সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু ‘মেসার্স সাইমুম নার্সারি’র। শুরুতে ছোট পরিসরে ফুল, ফল ও ফলজ-বনজ বৃক্ষের চারা উৎপাদন করলেও, নুরুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টা এবং দূরদর্শিতায় আজ এটি এক বিশাল বৃক্ষ সম্পদে পরিণত হয়েছে। বর্তমানে তার তিনটি নার্সারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ১ কোটি টাকার ফুল, ফল এবং বনজ চারা মজুত রয়েছে। নুরুজ্জামানের নার্সারিতে প্রতিদিন গড়ে অর্ধশত শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে ২০ জন নারী, ২০ জন পুরুষ, ৮ জন মার্মা এবং ২ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এই বিশাল কর্মীবাহিনী তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি নিজেদের পরিবারকেও সহায়তা করছেন। শুধু তাই নয়, প্রতি বছর মসজিদ, মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ করে নুরুজ্জামান তার সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‘মেসার্স সাইমুম নার্সারি’তে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফুল ও ফলের চারা পাওয়া যায়। কমলা লেবু (দার্জিলিং, চায়না, নাগপুর, সিলেট নেট), ম্যান্ডোলিনা, মাল্টা (পায়সা, ব্যারাকাটা), লেবু (১২ মাসি কাগজি, থাই কাগজি, সুগন্ধি, ইন্ডিয়া ১২ মাসি কাগজি), পেয়ারা (থাই), লটকন, লিচু (চায়না ৩, বেদানা, মোজাফফর), থাই জামরুল, সাবেদা (দেশি-বিদেশি), কদবেল (দেশি, কলম), কুল (নারকেল, দেশি-বিদেশি), আম (বিভিন্ন প্রকার), জলপাই, আমলকি, সুপারি এবং নারকেল।দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করে এবং নিজস্ব উৎপাদনে জোর দিয়ে নুরুজ্জামান তার নার্সারিকে বৈচিত্র্যময় করে তুলেছেন। ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক থেকে মোট ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে নুরুজ্জামান তার নার্সারির সম্প্রসারণে সফল হয়েছেন। তার এই সাফল্য বিভিন্ন ক্ষেত্রে তাকে পুরস্কৃত করেছে, যা তার উদ্যোক্তা জীবনে অনুপ্রেরণা জুগিয়েছে। নুরুজ্জামান জানান, প্রথমদিকে ছোট আকারে শুরু হলেও ২০০১ সাল থেকে তিনি এটিকে শিল্প আকারে রূপান্তরের পরিকল্পনা হাতে নেন। বর্তমানে তার তিনটি নার্সারিতে ১ কোটি টাকার ফলজ, বনজ এবং সৌন্দর্য বর্ধনকারী চারা রয়েছে।

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তার নার্সারি থেকে চারা সংগ্রহ করে। তিনি চারা কেনার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শও দিয়ে থাকেন।মো. নুরুজ্জামানের এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, এটি দেশের কৃষি অর্থনীতিতে এক মূল্যবান সংযোজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ