,——–
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
আলীকদমে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে লাঠির আঘাত ও পাথর মেরে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন সাবিনা ইয়াছমিন (৪৫)।
সোমবার (১৪জুলাই) বিকাল ৩ ঘটিকায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পাট্টাখাইয়া এলাকায় মহিউদ্দিনের দোকানে এ ঘটনা ঘটে।
আলীকদম থানার এসআই আবু সাঈদ ১৪জুলাই সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থল তদন্ত করেন।
ঘটনা সম্পর্কে প্রতিবেশী জিয়াবুল ও ছেনুয়ারা বেগম বলেন, সাবিনার একটি ছাগল প্রতিবেশী নেজাম উদ্দিনের জমির ঘাস খেয়ে ফেলায় ছাগলের বাচ্চাকে ধরে ৪-৫ টা আছাড় মারে, পরে সাবিনা ইয়াছমিন খবর পেয়ে খোঁজ নিতে বিবাদীদের বাড়িতে গেলে ছাগল নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সাবিনা ইয়াছমিনকে বিবাদী ১/নেজাম উদ্দিন(৩০)পিতাঃ রবিউল ২/ শফি আলম (১৯)
রড, গাছ ও ইট দিয়ে শরীরের জায়গায় গুরুতর জখম করে। এতে তার হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়।
এসময় ১নং বিবাদী নেজাম উদ্দিন
সাবিনা ইয়াসমিনের গলায় থাকা ৭০,০০০/- (সত্তুর হাজার) টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে চকোরিয়া রেফার করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিবাদীগন চৈক্ষ্যং ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নয়, তারা চকরিয়া উপজেলার বাসিন্দা। বিভিন্ন জমিদারদের কাছ থেকে জমি লাগিয়ত নিয়ে চাষাবাদ করে এবং বিভিন্ন সময় স্থানীয় লোকদের সাথে সমস্যা সৃষ্টি করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা হয়েছে। আমরা তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।