——
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
শনিবার ১২ জুলাই -২০২৫ খ্রিঃ বিকেলে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলনে কক্ষে, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনতারখ্যাত মোঃ সাইদুর রহমান বাচ্চু’র আমন্ত্রণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও জুলাই আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের সাথে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকার অমানবিক, পৈশাচিক ও বর্বরতম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে।
এসভায় ছাত্র নেতৃবৃন্দের প্রতি সাইদুর রহমান বাচ্চু আহবান জানান, “এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ, বিক্ষোভ যেমন করতে হবে। তেমনি তোমাদের ব্যাবহার করে যেন প্রতিক্রিয়াশীল শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। সিরাজগঞ্জকে যেন অশান্ত, অস্থিতিশীল করতে না পারে। ”
এছাড়া ব্যাক্তির অপরাধের দায়ে দলকে বিতর্কিত করা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে অশ্লীল শ্লোগান না দেয়া, ছাত্রদল-যুবদলকে নিয়ে উস্কানীমূলক শ্লোগান না দেয়ার আহবান জানান।
এছাড়া এই হত্যাকাণ্ডসহ খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা, চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে আহতসহ সকল হত্যাকাণ্ড ও সন্ত্রাসী ঘটনার বিচারের দাবি জানানো হয়।
এবিষয়ে ছাত্র নেতৃবৃন্দও একমত পোষণ করেন ও সকল উস্কানি ও পাতা ফাঁদে পা না দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্রপ্রতিনিধির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।