শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

বাঁশচড়া ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত 

বার্তা সম্পাদক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

মোঃ লতিফুল ইসলাম, জামালপুর 

 

জামালপুর সদর উপজেলার ৮ নং বাঁশচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির উপকারভোগী চূড়ান্ত নির্বাচনের লক্ষ্যে সার্বিক যাচাই-বাছাই ও লটারির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানটি বিকেল ০৩ঃ০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ০৬ঃ০০ ঘটিকা পর্যন্ত কার্যক্রম চলমান ছিলেন।

উক্ত অনুষ্ঠানে মোঃ ছানোয়ার হোসেন ,জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার এবং কামরুন্নাহার, জামালপুর সদর উপজেলা প্রোগ্রাম অফিসার ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

এছাড়াও বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল আওয়াল ( প্যানেল চেয়ারম্যান) ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মফিজ দুলাল, ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারগন, বাঁশচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও সিনিয়র সহ সভাপতি মোঃ মিলন মিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিটি ওয়ার্ড থেকে লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে উপকারভোগী নারীদের নির্বাচন করা হয়। পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত ভাবে পরিচালিত হয়, যাতে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।

স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা জানান, এ ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা সরকারি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তুলছে।

উল্লেখ্য, মোট আবেদনকারী ছিলো ২৪০ জন এবং লটারিতে জয়লাভ করেছেন ১৪৫ জন। ভিডব্লিউবি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা প্রকল্প। যার মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ