টি আই, মাহামুদ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমনের সহযোগিতায় শারীরিকভাবে দুর্বলদের জন্য সামাজিক সহায়তা এবং পুনর্বাসন সংস্থা (SARPV) – এর উদ্যোগে আলীকদম উপজেলায় চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ফেব্রুয়ারী) আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউজে নেদারল্যান্ড থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা. শেখ ইমতিয়াজ এই চিকিৎসা সেবা প্রদান করেন।
এই সংস্থাটি আধুনিক যন্ত্রের মাধ্যমে আলীকদম ও লামা উপজেলার ১০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেছে।
SARPV উপদেষ্টা খোরশেদ আলম চৌধুরী বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সহায়তা ও পুনর্বাসনে কাজ করছে, পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।
জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন জানিয়েছেন “প্রাথমিকভাবে আলীকদম ও লামা উপজেলায় ক্ষুদ্র পরিসরে এই চক্ষু সেবা প্রদান করা হয়েছে। আশা করছি ঈদের পর বড় পরিসরে সব ধরনের চিকিৎসা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।