শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

লামায় শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও চারা এবং ফুটবল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বার্তা সম্পাদক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

প্রথম আলয় ক্রীড়া ডেস্ক 

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে আয়োজিত শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ/২০২৫ এবং লামা উপজেলা ও পৌর কৃষক দল খেলোয়াড়দের মাঝে নারিকেল চারা বিতরণের পাশাপাশি লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদের মাঝে ৯টি ফুটবল বিতরণ অনুষ্ঠান( ৪ জুলাই) সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনটি লামা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে বিপদগামী পথ থেকে দূরে রেখে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।”

নারিকেলের চারা ও ফুটবল বিতরণের এই মহতী আয়োজনে অর্থায়ন করেছে বান্দরবান জেলা কৃষকদল, লামা উপজেলা ও পৌর কৃষকদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,মোহাম্মদ ইব্রাহিম, আহ্বায়ক, লামা উপজেলা কৃষক দল,মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব, লামা উপজেলা যুবদল,মোঃ আমির হোসেন, সদস্য সচিব, লামা উপজেলা কৃষক দল,মোহাম্মদ মাহমুদুল হাসান ইদ্রিস, আহ্বায়ক, লামা পৌর কৃষকদল,মোঃ মিজানুর রহমান কাজী, যুগ্ম আহ্বায়ক, লামা উপজেলা কৃষক দল, মোঃ ফরহাদুল ইসলাম, সদস্য সচিব, লামা পৌর কৃষক দল,এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে,লামা উপজেলা ও পৌর কৃষক দল, খেলোয়াড়দের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয় এবং লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক হবে, তেমনি অন্যদিকে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ