শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:২০ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুতে ক্ষোভ এলাকাবাসীর

সম্পাদক প্রকাশক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মফিজুর রহমান , পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলা বারবাকিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দু ছালাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বারবাকিয়ার ফাঁশিয়াখালী স্কুল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দু ছালাম রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার বাসিন্দা। তিনি মৃত এয়াকুব আলীর ছেলে। তবে বিগত ৬-৭ বছর ধরে পরিবার নিয়ে বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। তিনি চার সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আব্দু ছালাম রাতের আধারে  স্কুল স্টেশন সংলগ্ন এলাকায় হেঁটে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা একটি ছেড়া বিদ্যুৎ তারের সংস্পর্শে আসেন। এতে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আশেকুর রহমান। তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিদ্যুৎ বিভাগের দ্রুত কার্যকর ব্যবস্থা চাই।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৫-২০ দিন আগে থেকেই ওই এলাকায় বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণভাবে ঝুলে ছিল। একাধিকবার বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গাফিলতির কারণেই একজন কৃষকের মৃত্যু হয় বলে মনে করেন এলাকাবাসী।
এক প্রতিবাদকারী বলেন, পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে একজন নিরীহ মানুষ মারা গেলেন। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ পেকুয়া জোনাল অফিসের এজিএম খন্দকার মুহাম্মদ ফিরোজ কবির জানান, ওটা ছিলা ৬,৩৫০ ভোল্টের তার। বিদ্যুৎ অফিসের লোকজনের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। কেউ আমাদের এ বিষয়ে অবগত করেনি। আমাদের কোন অবহেলা নেই, নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে আমাদের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ