শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

সম্পাদক প্রকাশক / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মফিজুর রহমান, পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম বাহদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার, জেড এম মোসলেম উদ্দিন, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেছাসেবক দলের আহবায়ক আহাসান উল্লাহ,  কৃষক দলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, শ্রমিকদলের আহ্বায়ক হারুন অর রশিদ, সাবেক ছাত্র দলের সভাপতি ফরহাদ হোছাইন এবং মহিলাদল সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু প্রমুখ।
বিক্ষোভে হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরাও অংশ নেন।
এদিকে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বর্তমানে পেকুয়া থানায় রিমান্ডে রয়েছেন। গত বুধবার তাকে পেকুয়া থানায় আনা হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন বিএনপির এজেন্টকে মারধরের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোছাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ মামলায় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে আরও দুটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তিন মামলায় সাত দিনের রিমান্ড চলছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ