শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:২২ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

পেকুয়ায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও নবজাতক শিশুকে দেখতে গিয়ে হামলার শিকার জামাতা

সম্পাদক প্রকাশক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মফিজুর রহমান, পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও নবজাতক শিশুকে দেখতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের হামলায় আহত হয়েছে মেয়ের জামাতা মোহাম্মদ দিদারুল ইসলাম।
এসময় সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেকে প্রেরণ করে।

২ জুলাই (বুধবার) দুপুর ২ টায় বারবাকিয়া নয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাহাত আলীপাড়া এলাকার নাছির উদ্দিনের পুত্র।

আহত দিদারুল ইসলামের বাবা নাছির উদ্দিন জানান, একই ইউনিয়নের নয়াকাটা এলাকার মোজাফফরের মেয়ে আইমনের সাথে বিগত ৫ বছর আগে আমার ছেলে দিদারের সাথে বিয়ে হয়। তারা সুখে সংসার করে আসছিলো। গত কয়েকমাস পূর্বে তার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে যায়। সেখানে কয়েকদিন আগে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ঘটনার দিন নাছির উদ্দিন তার স্ত্রী ও ছেলে সন্তান কে দেখতে শ্বশুর বাড়ি বেড়াতে যায়। এসময় অর্তকিত অবস্থায় তার উপর হামলা চালায় মৃত দুদু মিয়ার পুত্র ফরিদ, মোজাফফরের পুত্র মামুন, মোজাফফরের স্ত্রী ইয়াছমিন আক্তার, মৃত মঞ্জুর আলমের পুত্র মোজাফফর আহমদ,তার ভাই জামাল হোসেন, রবি আলম, টইটং হিরাবুনা পাড়ার মৃত মোহাম্মদ উল্লাহের পুত্র আজিজুল হক বাচ্ছু, জুনাইদ, ছাবের আহমেদের পুত্র আজিম সহ আরো লোকজন। তারা এসে লোহার রড় ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুত্বর আহত করে। এসময় তার পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার আতৎচিকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে জানান।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ