শিরোনাম
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদন্ড মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ! থানায় অভিযোগ দায়ের আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কোথায়?—আলীকদমের জনগণের মৌলিক অধিকার আজ প্রশ্নের মুখে আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

লামা-আলীকদমে পর্যটক সুরক্ষায় ‘টুরিস্ট সাপোর্ট অ্যাপস’ তৈরির প্রস্তাব

সম্পাদক প্রকাশক / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Oplus_131072

প্রেসক্লাব ডেস্ক

বান্দরবানের লামা এবং আলীকদম উপজেলায় পর্যটন ব্যবস্থাপনাকে আরও সুসংহত ও নিরাপদ করতে একটি ‘টুরিস্ট সাপোর্ট অ্যাপস’ তৈরির প্রস্তাব করা হয়েছে। গ্রীন ইনোভেশন ভলান্টিয়ার্স এর আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু) এই প্রস্তাবনা দিয়েছেন, যা সাম্প্রতিক সময়ে পর্যটক মৃত্যুর ঘটনা এবং তথ্য ব্যবস্থাপনার দুর্বলতার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।

মহিউদ্দিন বন্ধু জানান, এই ‘টুরিস্ট সাপোর্ট অ্যাপস’ চালু হলে লামা এবং আলীকদম উপজেলার পর্যটন ব্যবস্থাপনায় গতি আসবে। এর মাধ্যমে আলীকদম সেনা জোন, বিজিবি, উপজেলা প্রশাসন ও থানা মিলে একটি সমন্বিত পর্যটন ব্যবস্থাপনা গড়ে উঠবে।

প্রস্তাবিত এই অ্যাপসের মূল বৈশিষ্ট্য হবে পর্যটকদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন। মহিউদ্দিনের মতে, এই অ্যাপসে নিবন্ধন ছাড়া কোনো পর্যটক লামা এবং আলীকদম উপজেলার পর্যটন কেন্দ্রে আসতে পারবেন না।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে অফলাইনে পর্যটকদের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রিতে অনেক সময় ব্যয় হয়, যা পর্যটকদের ভোগান্তি বাড়ায়। এছাড়া, অনেক পর্যটক সঠিকভাবে প্রশাসনকে তাদের তথ্য দিয়ে যান না। এই সমস্যাগুলো সমাধানের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম অপরিহার্য।

মহিউদ্দিন জানান, উপজেলা প্রশাসন চাইলে পর্যটন বিকাশে এডিপির বরাদ্দ থেকে একটি প্রকল্প নিয়ে এই অ্যাপসের অর্থায়ন করতে পারে। পাশাপাশি সেনা প্রশাসনও এ উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন করতে পারে।

প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনা ঘটছে, যা এই প্রস্তাবনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। একটি সমন্বিত অ্যাপস পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনকে সহায়তা করবে বলে মনে করেন তিনি। এই অ্যাপস পর্যটন খাতকে আরও সুসংগঠিত ও নিরাপদ করে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ