শিরোনাম
💔 “তুমি আমার নও আর—তবুও ভালোবাসি ফুয়াদ” মাধবপুরে আ.লীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয় আর্চারি লিগে রাহিম হোসেন চৌধুরী ও ইয়াসিনের ব্রোঞ্জ জয় গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই বান্দরবানে বিএনপির প্রার্থী ঘোষণার পরও কোন্দল থামেনি! – আলাদা দলীয় কর্মসূচিতে জনমনে প্রশ্ন আনোয়ারা ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ি দিয়ে আঘাত যুবক নিহত ‎দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল আলীকদমে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক! মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

প্রতিকূল আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তা: আলীকদমে সমন্বয় সভা অনুষ্ঠিত

সম্পাদক প্রকাশক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোহাম্মদ শাহনেওয়াজ

প্রতিকূল আবহাওয়া এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় আলীকদম ও লামা উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার ৫ জুন আলীকদম জোনের আওতাধীন জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমেসমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম ও লামা উপজেলায় পর্যটকদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা” শীর্ষক এই বৈঠকে সভাপতিত্ব করেন আলীকদম জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হাফিজুর রহমান, পিএসসি।সভায় আলীকদম ও লামা উপজেলার পর্যটন কেন্দ্রিক বিভিন্ন পর্যায়ের কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সভাপতি আলীকদম জোনের আওতাধীন পর্যটন এলাকার জাতীয় ও স্থানীয় গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আলীকদম ও লামার পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক উন্নতিতে যেমন অবদান রাখছে, তেমনি স্থানীয় সাধারণ মানুষের জীবিকা নির্বাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই পর্যটন শিল্পকে সংরক্ষণ ও এর নিরাপত্তা রক্ষা করা স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হোটেল ও রিসোর্ট মালিক সমিতি, টুরিস্ট গাইড সমিতি ও বিভিন্ন যানবাহন মালিক সমিতিসহ সকল পর্যটন কেন্দ্রিক সংগঠনের সম্মিলিত দায়িত্ব। মেজর হাফিজুর রহমান বর্তমান প্রতিকূল আবহাওয়ায় পাহাড়ি ঢলের কারণে নদী ও ঝিরির পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় দুর্গম পর্যটন এলাকাগুলোর ঝুঁকি বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সকল টুরিস্ট গাইডসহ অন্যান্য সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে দায়িত্ব সহকারে পর্যটকদের চলাফেরার পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আলীকদম সেনা জোন সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন, পর্যটন এলাকাগুলোতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের কার্যকলাপ, অবৈধ মাদক ও নারীর ব্যবহার থেকে সকলকে সতর্ক থাকতে হবে এবং পর্যটন শিল্পকে দেশের স্বার্থে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সমন্বয় সভার মাধ্যমে আলীকদম ও লামার পর্যটন শিল্পের সুরক্ষা ও উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ