আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ খ্রিঃ এর আওতায় মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
শনিবার (৩মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়িয়া পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুুকুরে অনুষ্ঠিত হয়। মাসব্যাপী (অনুর্ধ্ব ১৪) সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গনপতি রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া শিক্ষক জাহিদ ইকবাল, জনাব মোঃ হফিজুল ইসলাম, মোঃ মোকলেছুর রহমান প্রমুখ। এছাড়াও ক্রীড়াসংস্থার সচিব মো রেজাউল করিম খোকন,ক্রীড়া ভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই অনুর্ধ্ব -১৪সাতাঁর প্রশিক্ষণে ৪০ ছেলে ও মেয়ে প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে ।